Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,,কাজিপুর,সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগত।পহেলা নভেম্বর জাতীয় যুব দিব।  এ বছরে যুব দিবসের প্রতিপাদ্য   “ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”


সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

  

 

০১

১। প্রশিক্ষণ (ভ্রাম্যমান) ঃ ৩০ জন করে ৮টি ব্যাচে প্রতি অর্থ বছরে ২৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

২। ঋণ প্রদানঃ লক্ষমাত্রা প্রতি অর্থ বছরে ২৮,০০,০০০ (আটাশ লক্ষ) টাকা। ঋণ প্রশিক্ষণ প্রাপ্ত প্রকল্প

    গ্রহণকারী বেকার যুবদের জন্য সর্বনিম্ন ১০,০০০/- এবং সর্বোচ্চ ৫০,০০০/- টাকা। একজন ব্যক্তিকে

    সর্বোচ্চ ৩ দফা ঋণ প্রদান করা হয়।

০২

ক) উদ্ধদ্ধকরণঃ অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর এবং

     স্বকর্ম সংস্থানে নিয়োজিত করার জন্য যুবদের উদ্ধুদ্ধ করা হয়।

খ) যুব প্রশিক্ষণঃ বেকার যুব ও যুবমহিলাদেরকে দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন ট্রেডে ৭-২৫ দিন মেয়াদী

     ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়।

গ) যুব ঋণঃ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত প্রকল্প গ্রহণকারী যুবদেরকে

     ১০% ক্রমহ্রাসমান সার্ভিস চার্জে (তিন মাস গ্রেস পিরিয়ড) ২ বছর মেয়াদী ১০,০০০-৫০,০০০/- টাকা

     পর্যন্ত যুব ঋণ প্রদান করা হয়।

ঘ) যুব সংগঠন তালিকা ভূক্ত করণঃ যুবদের সমাজ উন্নয়ন ও আয় বর্ধক মূলক কাজে উদ্ধুদ্ধ এবং উন্নয়ন

    মূলক কাজে স্বেচ্ছায় অংশ গ্রহণে উৎসাহিত করার জন্য যুবক্লাব গঠন ও তা তালিকা ভূক্ত করণের

    যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

ঙ) অনুদান প্রদানঃ সফল যুব সংগঠনকে তাদের কাজে গতিশীলতা আনয়নের জন্য যুব কল্যাণ হতে

    অনুদান, অনুন্নয়ন খাতের অনুদান এবং যুব পুরস্কার প্রদানের যাবতীয় কর্মকান্ডের পদক্ষেপের জন্য

     প্রস্তাবনা প্রেরণ করা হয়।

০৩

১। প্রশিক্ষণঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণের বিষয় নির্বাচন

    করে ৩০ জন করে (প্রতি ব্যাচের জন্য) সংযুক্তিতে দেওয়ার নমুনা আবেদন পত্র অনুযায়ী ১ কপি ছবি

    ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা নাগরিকত্ব সনদপত্র আবেদনের সাথে সংযুক্ত করে (প্রত্যেকের

    জন্য ভিন্ন আবেদনপত্র) অত্র কার্যালয়ে জমা প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম ৫ম শ্রেণী

   s পাশ হতে হবে। প্রতি অর্থ বছরে ৩০ জন করে ৮টি ব্যাচে ২৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

২। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ট্রেড সমুহের নাম সংযুক্ত।

৩। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের নমুনা আবেদনপত্র সংযুক্ত।

৪। যুব ঋণঃ প্রশিক্ষণ শেষে প্রকল্প গ্রহণকারীদের সাদা কাগজে ১ কপি ছবি, প্রশিক্ষণের সনদের ফটোকপি ও

    নাগরিকত্ব সনদসহ ঋণের জন্য আবেদন করতে হবে। ঋণ পাবার যোগ্য কিনা তা সরেজমিনে যাচাই   

    বাছাইয়ের পর ঋণ প্রস্তাবনার ফরম ১০ টাকা মূল্যে ক্রয় করতে হবে। মূল দলিল, পর্চা, খাজনা খারিজের   

    মূল কাগজ, ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পত্তি জামানত হিসাবে জমা রেখে ঋণ প্রদান করা হয়। ঋণের গ্রেস

    পিরিয়ড ৩ মাস এবং ঋণ পরিশোধের সময়কাল ২ বছর। ঋণের চেক প্রদানের পূর্বে অগ্রিম ৫% সঞ্চয়

    অত্র কার্যালয়ে প্রদান করতে হবে।

৫। ঋণের আবেদনপত্রের নমুনা ছক সংযুক্ত।

৬। তালিকা ভূক্তিকরণঃ তালিকা ভূক্তি করণের জন্য নির্ধারিত ফরমে ৩ সেট আবেদন প্রয়োজনীয়

     কাগজপত্রসহ অত্র কার্যালয়ে জমা প্রদান করতে হয়।